লোভনীয় বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে
পথভ্রষ্ট হচ্ছেন না তো ?
পথভ্রষ্ট হচ্ছেন না তো ?
“ঘরেই বসে আয় করুন লাখ লাখ টাকা” এমনই লোভনীয় অফার বা কথার ফাঁদে পড়ে অনেকেই শিখতে চলে আসেন ফ্রিল্যান্সিং। কিন্তু তারা হয়তো জানেন-ই না ফ্রিল্যান্সিং কাকে বলে। পরবর্তীতে বিশ্বাস হারিয়ে ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে ফ্রিল্যান্সিং এর মত সম্ভাবনাময় পেশাকে করেন নিরুৎসাহিত। এমন কি যে সকল প্রতিষ্ঠান বা ব্যাক্তি ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং পেশায় ভালো করছেন তাদের ক্যারিয়ারকে করছেন প্রশ্নবিদ্ধ-
এবার জেনে রাখুন কিছু চিরন্তন সত্য-
☑ ফ্রিল্যান্সিং কোন কোর্স নয়, বরং একটি দক্ষতা বা স্কিল যা আপনাকে করতে পারে আর্থিকভাবে স্বাবলম্বী। ফ্রিল্যান্সিং হতে পারে ব্লগিং বা লেখালেখি, খন্ডকালীন সাংবাদিকতা, আইটি বিষয়ক দক্ষতার প্রমাণ দিয়ে অনলাইন মার্কেটপ্লেসে চুক্তিভিত্তিক কাজ করা সহ আরও অনেক কিছু।
☑ একজন ফ্রিল্যান্সার একজন স্বাধীন পেশাজীবী হিসেবে নিজের পছন্দসই সময়ে কাজ করেন
☑ ফ্রিল্যান্সার হতে দক্ষতা পরিশ্রম প্রয়োজন; চাইলেই কিন্তু ফ্রিল্যান্সার হওয়া সম্ভব নয়
☑ যে আপনাকে ফ্রিল্যান্সিং কোর্স করাতে চায় তাঁর সম্পর্কে, কাজ সম্পর্কে, প্রতিষ্ঠান সম্পর্কে জেনে নিন। নিশ্চিত হয়ে কাজ করুন। আপনার সচেতনতা পারে প্রতারণা হতে রক্ষা করতে।
বিজ্ঞাপন বা মুখের কোথায় নয়; আত্মবিশ্বাস, পরিশ্রম, জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে সচেষ্ট হন। বিশ্বাস করুন ফ্রিল্যান্সিং বিশ্ব আপনাকে উপহার দিবে অগ্রগামী ক্যারিয়ার।
প্রতারিত হবেন না, সৃজনশীল হন।
ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক ধারণা পেতে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে-
আমাদের পাবেন
জেনিথ আইটি ট্রেনিং সেন্টার
টাঙ্গাইল প্লাজা (২য় তলা),
কুর্মিটোলা স্কুলের পাশে,
খিলক্ষেত, ঢাকা।
ফোনঃ ০১৯১৩ ২২ ৭৭ ৯৯ অথবা ০১৬১৬ ৯৫ ৭৭ ৭২
জেনিথ আইটি ট্রেনিং সেন্টার
টাঙ্গাইল প্লাজা (২য় তলা),
কুর্মিটোলা স্কুলের পাশে,
খিলক্ষেত, ঢাকা।
ফোনঃ ০১৯১৩ ২২ ৭৭ ৯৯ অথবা ০১৬১৬ ৯৫ ৭৭ ৭২
আমাদের সম্পর্কে জানুন
অফিশিয়াল ফেসবুক পেজঃ www.facebook.com/zenithitcentre
ওয়েবসাইটঃ www.zenithitcentre.com
অফিশিয়াল ফেসবুক পেজঃ www.facebook.com/zenithitcentre
ওয়েবসাইটঃ www.zenithitcentre.com
জেনিথ আইটি ট্রেনিং সেন্টার
আপনার ভবিষ্যত গড়ুন।
আপনার ভবিষ্যত গড়ুন।
No comments:
Post a Comment